মো: রায়হান কবির মারুফ, স্টাফ রিপোর্টার: কাফরুল থানার কনস্টেবল মানিক । আজ তার চাকরির শেষ দিন ছিলো। দীর্ঘ ৩৯ বছর চাকরি শেষে আজ রিটায়ার্ড করেছেন মানিক । তার এই রিটায়ার্ডকে স্মরণীয় করে রাখলেন কাফরুল থানা পুলিশ।
সোমবার দুপুরে তাকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়। এ সময় মানিক কাফরুল থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, তিনি আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন। আজকে তার বিদায় হলো।চাকরি ক্ষেত্রে অনেক সময় অনেককে যেতে দিতে না চাইলেও যেতে দিতে হয়। তবে আমরা কাফরুল থানা পুলিশ তাকে মনে রাখবো।তিনি আমাদের হৃদয়ে মনে কোথায় জায়গা করে নিয়েছে। পরে জীবন তার ভালো কাটবে এই কামনা করি।
এ সময় কাফরুল থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কনস্টেবল মানিক বলেন, আমাকে যেভাবে বিদায় জানানো হলো এটি আমি সারাজীবন মনে রাখবো। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম স্যারের প্রতি। স্যার খুব ভালো মানুষ।