দক্ষিন এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি হাওর। প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটকের পছন্দ হাকালুকি হাওর কে বলা হয় সৌন্দর্যের রানী। ইউনেস্কো বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত হাকালুকি হাওর তার রুপ পরিবর্তন করে প্রকৃতির সাথে। শীতকালে মাইলের পর মাইল সবুজ মাঠ বর্ষায় পরিণত হয় থই থই জলাভুমিতে। অবশ্য কিছু কিছু বিলে প্রায় সারা বছর পানি থাকে। শিতকালে লাখো বিদেশী পরিযায়ী পাখির আশ্রয় হাকালুকি হাওর। ইন্টারনেট থেকে সংগৃহীত হাকালুকি হাওরের সেরা কিছু ছবি তুলে ধরছি আপনাদের জন্য…
প্রিয় পাঠক, হাওর নিয়ে আপনাদের লেখালেখি ও ছবি পাঠিয়ে দিন hakalukinetwork@gmail.com ঠিকানায়। আমরা সযত্নে আপনার লেখা ও ছবি প্রকাশ করবো। লাইক কমেন্ট ও শেয়ার করে একটিভ থাকুন আমাদের ফেসবুক পেইজে।