আমিনুল হককে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন- মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, মো. আক্তার হোসেন, মো. আতাউর রহমান, মো. গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. তুহিরুল ইসলাম তুহিন, মো. এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন, ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু। সদস্য মো: মোতালেব হোসেন রতন।