• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

মাঙ্কিপক্স: শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি: স্বাস্থ্য ডেস্ক ও লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪
মাঙ্কিপক্স: শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি: স্বাস্থ্য ডেস্ক ও লিফলেট বিতরণ

এস, এম, মনির হোসেন জীবন:  সারা বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স (এমপক্স) বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য বিষয়ক সেবা এবং বিশেষ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ অবস্থায় জরুরি পদক্ষেপ হিসেবে বাংলাদেশের বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানান, বর্তমানে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ৭ জন চিকিৎসক দ্বারা সেবাকার্যক্রম পরিচালিত হচ্ছে। আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্চওয়ে দ্বারা স্ক্রিন করা এবং নিয়মিত স্বাস্থ্য ডেস্ক ও লিফলেট বিতরণ করা হচেছ। খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্হ তথ্য সূত্রের।

গতকাল ও আজ রোববার নাম প্রকাশে অনিচ্ছুক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমানবন্দরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এই প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনও দেশে এই রোগে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। তারপরও মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদফতরের হটলাইন ১০৬৫৫ ও
১৬২৬৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এবং সমন্বয় হয়ে এক সাথে কাজ করতে হবে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র ওয়াল্ড হেল্থ অর্গানাইজেশন (WHO) এমপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (১৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাব, বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্স, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র আইডিসি এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া এয়ারলাইন্স গুলোকে সতর্ক থাকতে এবং কোনও লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয়। আগমনের ২১ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিলে যাত্রীদের ১০৬৫৫ নম্বরে কল করতেও অনুরোধ করা হয়।

অপর একটি সূত্র জানান, ইতিমধ্যে
বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ লক্ষণযুক্ত যাত্রীদের মোকাবিলার জন্য ব্যবস্থা স্থাপন করেছে। লিফলেট প্রদান করছে এবং আগমন স্বাস্থ্য ডেস্কগুলো ২৪ ঘণ্টা ৭ জন চিকিৎসক দ্বারা পরিচালিত হচ্ছে। আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্চওয়ে দ্বারা স্ক্রিন করছে। প্রয়োজন হলে লক্ষণযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক রোগ হাসপাতাল (আইডিএইচ) এবং কুয়েত মৈত্রী হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানো হবে বলেও জানানো হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, ছোট শিশুরা যেভাবে ঘনিষ্ঠ হয়ে খেলাধুলা করে এবং একে অপরের সঙ্গে মেশে তার কারণে ঝুঁকিতে থাকতে পারে।
বিশেষ করে গর্ভবতী নারীদের এই রোগে আক্রান্ত হবার আরও বেশি ঝুঁকি রয়েছে।
এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখা উচিৎ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইন্স গুলোতে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
এবিষয়ে দেশবাসি ও পরিবারকে আরও সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সুস্থ হওয়ার পর ১২ সপ্তাহ পর্যন্ত যৌন সম্পর্কের সময় সতর্কতা হিসেবে কনডম ব্যবহার করা উচিৎ। যেহেতু আফ্রিকার সিডিসি মহাদেশব্যাপী ‘জরুরি জনস্বাস্থ্য অবস্থা’ ঘোষণা করেছেন।

অপরদিকে, আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, মাঙ্কিপক্স বিষয়ে এয়ারলাইন্স গুলোকে সতর্ক থাকতে ও মাঙ্কিপক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে।
এছাড়া বাংলাদেশে আসার ২১ দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কিপক্সের লক্ষণগুলো দেখা দিলে ১০৬৫৫ নম্বরে কল করতেও অনুরোধ করা হয়।

অপারেশনস মেম্বার এয়ার কমোডর এ এফ এম আতিকুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন। শাহজালাল বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন এম কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক শেখ দাউদ আদনান, পরিচালক এনডিসি, ডিজিএইচএস, ডা. নাসির আহমেদ খান, সিনিয়র উপদেষ্টা, আইএইচআর, ডা. এএসএম আলমগীর, জাতীয় পেশাদার কর্মকর্তা (WHO), এওসি চেয়ারম্যান দিলারা আহমেদ শাহজালাল, স্বাস্থ্য বিভাগীয় ডা. শামীমা এবং এয়ারলাইনস প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

আজ রোববার বিকাল পৌনে ৪ টায় বিমানবন্দরের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান, বিদেশে থেকে যাত্রীরা আসা যাওয়া করার ক্ষেত্রে তাদের শরীরের মাঙ্কিপক্সের লক্ষণগুলো চেকিং সহ স্কেনিং করা হয়। তাদের শারীরিক কোন সমস্যা আছে কি না? সেটা চিকিসৎকরা পরিক্ষা করে ওষুধ পাতি দিচেছ। এ ধরনের কোন রোগি এখনও পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে শনাক্ত করা যায়নি।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031