ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান মন্তব্য করেছেন যে, বিমান বাহিনী আরও সতর্ক থাকলে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।
সোমবার দুপুরে দিয়াবাড়ি চন্ডালভোগ এলাকায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা একে অপরের উপর দোষ চাপাচ্ছি। কিন্তু মূল বিষয় হলো, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না। প্রশিক্ষণ চলবে, দুর্ঘটনাও ঘটবে, কিন্তু তা যেন এত মর্মান্তিক না হয়।” তিনি অবিলম্বে ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ বন্ধের দাবি জানান। একই সাথে তিনি এই দুর্ঘটনায় নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
সন্তানহারা বাবা-মায়ের প্রতি সমবেদনা জানিয়ে মোস্তফা জামান বলেন, “যারা তাদের সন্তানকে হারিয়েছেন, শুধু তারাই এই যন্ত্রণা অনুভব করতে পারেন। তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নেই।” তিনি আরও বলেন যে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমরা সমালোচনা বা অন্য কিছুকে তোয়াক্কা করি না। কেউ শোকাহত হলে তার পাশে দাঁড়ালে সাময়িকভাবে হলেও তার মন শান্ত হয়।”
তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।