মোঃ চপল সরদারঃ
দেশের পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক দারুণ সাফল্য অর্জন করেছে। শেয়ারট্রিপ ও মনিটরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিমান মোট ৫টি পদক লাভ করেছে, যার মধ্যে রয়েছে ৩টি স্বর্ণপদক। এই অর্জন বিমানের দীর্ঘদিনের প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেসব ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে সেগুলো হলো: দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক পথে ফ্লাইট পরিচালনা, ইকোনমি ক্লাসে শ্রেষ্ঠ ইনফ্লাইট খাবার এবং বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এয়ারলাইন্স ব্র্যান্ডস। এই পদকগুলো বিমানের আন্তর্জাতিক মানের সেবা, যাত্রীদের সন্তুষ্টি এবং দেশের বিমান পরিবহন খাতে তাদের অবিসংবাদিত নেতৃত্বকে তুলে ধরেছে।
এছাড়াও, বিমান বেস্ট ইম্প্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে রৌপ্য পদক এবং অভ্যন্তরীণ পথে ফ্লাইট পরিচালনায় ব্রোঞ্জ পদক লাভ করেছে। এই পদকগুলো প্রমাণ করে যে বিমান শুধু আন্তর্জাতিক রুটেই নয়, অভ্যন্তরীণ রুটেও তাদের সেবার মান উন্নয়নে বদ্ধপরিকর এবং প্রতিনিয়ত উন্নতি সাধন করছে।
এই পাঁচটি পদক অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি দেশের এভিয়েশন শিল্পে বিমানের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। বিমানের এই সাফল্য ভবিষ্যৎে আরও উন্নত যাত্রীসেবা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করবে।