• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৪। ১৬ই ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিস, বিমানের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান, বিমানের পরিচালকবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গসহ বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিমান কেন্দ্রিক বিভিন্ন ট্রেড ইউনিয়ন/এসোসিয়েশন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি উপলক্ষ্যে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিসসহ বিমানের অভ্যন্তরীণ স্টেশসসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বীর শহিদদের আত্মার শান্তি কামনায় ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিমানের মসজিদসমূহে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে কেবিন ক্রুগণ বিমানের সকল ফ্লাইটে সম্মানিত যাত্রীগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁও-এ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে খাবার সরবরাহ করা হয়।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031