নিরাপত্তা ব্যবস্থা জোরদার :ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: কমান্ডার আরাফাত ইসলাম
নিরাপত্তা ব্যবস্থা জোরদার :ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: কমান্ডার আরাফাত ইসলাম
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৩, ২০২৪
এস.এম.মনির হোসেন জীবন : আসন্ন পবিত্র ঈদুল আজহা’কে ঘিরে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
এ বছর ঈদযাত্রায় কোনও অনিয়ম কিংবা ভোগান্তি হবে না আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে কাজ করে যাচ্ছে এলিট ফোর্স র্যাব। বিশেষ করে রেলস্টেশনে, বাস টার্মিনাল ও ফেরীঘাটসহ যেসব জনসমাগমপূর্ণ স্থান রয়েছে; সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করেছে করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি।
এসময় র্যাবের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
এর আগে কমলাপুর রেলস্টেশন ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিত স্টেশনের ঘুরে ঘুরে যাত্রীদের কথা বলেন র্যাবের আইনও গণমাধ্যম শাখার প্রধান (মুখপাত্র)।
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, যে কোন অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করছি। আশা করছি, এ বছর ঈদযাত্রায় কোনও অনিয়ম কিংবা ভোগান্তি হবে না।
নিরাপত্তা নিশ্চিতে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে কমান্ডার আরাফাত ইসলাম বলেন, নিরাপত্তা নিশ্চিত কল্পে মোবাইল পেট্রল চালু করা হচ্ছে। বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার ও সাপোর্ট সেন্টার খোলা হয়েছে।
যাত্রীরা কোন ধরনের অভিযোগ করলে, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আন্তরিক এবং তারাও যাত্রী হয়রানি যাতে না হয়, সে ব্যাপারে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারীদের যাত্রীদের যে কোনোধরনের অভিযোগ র্যাবের কাছে পৌঁছে দিতে তারা কাজ করছে।
ছিনতাইকারী, মলমপার্টি ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন আরাফাত ইসলাম।
তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, কোনও অপরিচিত মানুষের সঙ্গে অযথা কথা বলা বা কোনও সম্পর্ক গড়ে তুলবেন না। যাত্রাপথে কারও কাছ থেকে কোনও খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, ঝুঁকি নিয়ে যাত্রা না করারও আহ্বান জানান তিনি।
মহাসড়কে তিন চাকার যানবাহনগুলোকে এড়িয়ে চলার আহবান জানিয়ে তিনি বলেন, আপনাদের ঈদযাত্রা নিরাপদ ও সুন্দর হোক এবং আবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসেন। মহাসড়কের বিভিন্ন জায়গায় র্যাবের চেকপোস্ট এবং অবজারভেশন পোস্ট আছে। র্যাবের সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।
কমান্ডার আরাফাত ইসলাম বলেন, এ বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে।
তিনি বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর এগুলো (কালোবাজারি) আর থাকবে না।
র্যাবের গণমাধ্যম শাখার প্রধান বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে নজরদারি- গোয়েন্দা বাড়িয়েছি। আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের টিম কাজ করছে।
এর আগে বুধবার আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়।এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।