• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

দুর্ঘটনায় আহত আমজাদের পাশে মানবিক ইলিয়াস হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২৪
দুর্ঘটনায় আহত আমজাদের পাশে মানবিক ইলিয়াস হোসেন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালের বড়তারা গ্রামের ভ্যানচালক আমজাদ হোসেন। কিস্তির টাকায় কেনা অটোভ্যানে যাত্রী এবং ফসল উঠার মৌসুমের ধান/ আলু পরিবহন করে তার সংসার চলে।
গত কয়েকদিন আগে আলুর বস্তা ভ্যানে বুঝাই করার সময় আলু ভর্তি বস্তা পড়ে মারাত্মক ভাবে আহত হন এবং ডান পায়ের হাটুর উপর দুই জায়াগায় ভেঙে যায়। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতেই মাজলুম অবস্থায় পড়ে আছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হওয়ায় একদিকে চিকিৎসার খরচ অন্যদিকে পরিবারের ব্যয়ভার বহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আবার তার পূর্ণ চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না।

এমন একটি খবর পৌঁছায় উপজেলার মানবিক খ্যাত ইলিয়াস হোসেনের কাছে।
তৎক্ষনাৎ তিনি ওই গ্রামের সাংবাদিক আমানুল্লাহ আমানের সাথে যোগাযোগ করে আহত আমজাদ হোসেনের চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা পাঠিয়ে দেন। মানবিক সহায়তা নিয়ে এর আগেও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক খ্যাত ইলিয়াস হোসেন। ইলিয়াসের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন গ্রামে। তিনি বর্তমানে ঢাকার নিট গার্মেন্টসের জিএমের দায়িত্ব পালন করছেন। মনের ভিতরে থাকা স্বপ্নগুলোর বাস্তব রুপ দিতে এলাকায় গরীব,অসহায় ও দুঃস্থদের জন্য হাত বাড়িয়ে দেন৷

এবিষয়ে আমজাদ হোসেন বলেন, আমি দীর্ঘদিন থেকে শয্যাশায়ী হয়ে পড়ে আছি। আমার গ্রামে অনেক টাকাওয়ালা নেতা আছে, তারাও খোঁজ নেয়নি। কোন রাজনীতিবিদ বা নেতাও আমার খোঁজ নেয়নি। কিন্তু শালবনের ইলিয়াস ভাই কোন নেতা না হয়েও আমার পাশে এসে দাড়িয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে আরও অনেক বড় করে।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031