ওয়াকিল আহমেদ নিজস্ব প্রতিবেদকঃ
অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুর রউফ (৪২) তিনি ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আয়মাপুর গ্রামের বাসিন্দা।
গত ১০ ফেব্রুয়ারি আব্দুর রউফ ওই শিশুকে বলাৎকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে বলে জানা গেছে।
শিশুটি একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। (১০ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০টায় বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী জালাল খাঁর ছেলে আব্দুর রউফ শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের মুরগীর খামারে নিয়ে বলাৎকার করে। শিশুটি বাসায় এসে তার পরিবারকে জানালে রক্তক্ষরণ হওয়া দেখতে পাই৷ পরে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেছেন। পরে ওই শিশু কিছুটা সুস্থ হলে ১০ ফেব্রুয়ারি ক্ষেতলাল থানায় আব্দুর রউফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে একটি মামলা করেন শিশুটির মা।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, মামলা দায়েরের পরে আসামি আত্মগপনে ছিলো পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আঃ রুউফকে বগুড়া থেকে
গ্রেপ্তার করে। রউফকে আদালতের মাধ্যমে সোমবার জেলহাজতে পাঠানো হয়।