মোঃ চপল সরদার : রাজধানীর উত্তরা থেকে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আব্দুল আজিজ। তিনি ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং প্রস্তাবিত থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) বিকাল ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে আব্দুল আজিজকে ময়লার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। এই আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
উত্তরা পশ্চিম থানা পুলিশ আরো জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আব্দুল আজিজ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে।