• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক জসিমউদ্দিন এলাকা থেকে ২ মহিলা মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক জসিমউদ্দিন এলাকা থেকে ২ মহিলা মাদক ব্যবসায়ী আটক


দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে আজ (০৩ জুলাই ২০২৫) রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত জসিমউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে ২ জন মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে উত্তরা আর্মি ক্যাম্প। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন সুবর্ণা আক্তার (১৯) এবং রুকসানা (২৫)।
তাদের কাছ থেকে ৮৪টি গাঁজার রোল (যার ওজন ৪২০ গ্রাম) এবং নগদ ১,৪৮০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

October 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031