উত্তরায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক সম্রাট বাবুল ও তার সহযোগী আটক জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা
উত্তরায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক সম্রাট বাবুল ও তার সহযোগী আটক জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট বাবুল ও তার একান্ত একজন সহযোগী সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -১)।
র্যাব সূত্র জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের ভেরত অভিনব কায়দায় লুকায়িত অবস্হায় ফেন্সিডিল গুলো তারা বহন করে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচিছল।
আজ মঙ্গলবার র্যাব -১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এই প্রতিবেদককে জানান, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটকরা হলো, জয়পুরহাট জেলার সদর থানার মহির উদ্দিন প্রামানিকের পুত্র মোঃ বাবলু প্রামানিক (৪২), একই জেলার জয়পুরহাট সদর থানার মোঃ হাবিনুর রহমানের পুত্র মোঃ শহিদ (২৩)।
এএসপি (মিডিয়া) মোঃ মাহফুজুর রহমান জানান, গতকাল দিবাগত রাত পৌনে ৪ টার দিকে র্যাব-১, উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডিএমপি ঢাকা উত্তরা পশ্চিম থানা এলাকায় ২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই বর্ণিত স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ বাবলু প্রামানিক (৪২) ও মোঃ শহিদ (২৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা আব্দুল্লাহপুর এলাকা হতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্যাস সিলিন্ডারে করে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তাকে আটক আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাবের এক কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, এসময় তার নিকট থেকে ৩৩৬ বোতল ফেন্সিডিল, ১টি সিলভার রঙয়ের প্রাইভেটকার যার নং ( ঢাকা মেট্রো – গ-১৪-১৮৫৫), এবং ২টি মোবাইল ফোন উদ্ধার মূলে জব্দ করা হয়। উদ্বারকৃত ফেন্সিডিলের দাম আনুমানিক প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানান, গ্রেফতারকৃত আসামী বাবলু দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া অভিনব কায়দায় ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়েরসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে।