মনির হোসেন জীবন : আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে রাজধানীর উত্তরা বিভাগে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত পুলিশের পক্ষ থেকে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
আজ সোমবার উত্তরা পূর্ব থানার উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহানের সভাপতিত্বে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সভা সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।
সভায় উত্তরার সকল ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতির নেতারা, সেক্টর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
ওই সমন্বয় সভায় উন্মুক্ত আলোচনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা প্রদান করা হয়।
মানি এস্কর্টের জন্য পুলিশি সহায়তা গ্রহণ। আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন। রাত ১২ টার পর সিকিউরিটি গার্ড যাতে ঘুমিয়ে না যায় তা নিশ্চিত করা। টিকেট কালোবাজারী রোধে ব্যবস্থা গ্রহণ করা। পরিবহন সেক্টরে চাঁদাবাজী বন্ধে পুলিশকে সহায়তাকরণ। পথিমধ্যে যাত্রী উঠানামা বন্ধ করা। ফুটওভার ব্রীজসমূহে কোন হকার বসতে না দেওয়া।
এ সময় উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) ও উত্তরা বিভাগের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।