এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় গোপনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ দু’জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে, এদের মধ্যে একজন নারীও রয়েছেন।
এসময় তাদের নিকট থেকে ৪২ হাজার ২২০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন সেট ও বেশ কিছু টাকা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার বিকালে র্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
আজ দুপুরে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এই প্রতিবেদককে জানান, আটকরা হলো, চট্টগ্রাম জেলার বাসিন্দা মোজ্জামেল হক ওরফে ইকবাল (৪৮) ও একই জেলার মতুর্জা আক্তার রুমা (৩৭)।
এসময় তাদের হেফাজত থেকে বেশ কিছু টাকা ও একটা মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
আজ শনিবার বেলা ১১ টা ৩৫ মিনিটের সময় র্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদককে এসব তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহন করা হয়েছে।